Site icon Jamuna Television

গাড়ির পিছনে কুকুর কেন তাড়া করে জানেন?

রাস্তায় কুকুর গাড়ির পিছনে ধাওয়া করেছে, ডাকতে ডাকতে তেড়ে এসেছে, ঘেউ-ঘেউ করতে করতে গাড়ির পিছু নিয়েছে! খুব ভোর বা বেশি রাতে এই ঘটনার সম্মুখীন হননি, এমন মানুষ খুব কমই আছেন! কিন্তু জানেন কি, গাড়ির পিছনে কুকুর কেন তাড়া করে?

কুকুরদের নিজস্ব এলাকা থাকে। ওই এলাকার প্রতিটি জিনিস ওরা চেনে-জানে। কুকুরের ঘ্রাণশক্তি প্রবল আমরা জানি। তাই ঘ্রাণের মাধ্যমেই চিনে নেয় সব কিছু।

কুকুর অনেক সময় গাড়ির টায়ারে প্রস্রাব করে। প্রস্রাব দিয়েই নিজেদের এলাকা চিহ্নিত করে নেয় কুকুরেরা। যদি ওই এলাকায় এমন কোনো গাড়ি ঢোকে যার গায়ে অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ রয়েছে, তখনই কুকুর ডাকতে শুরু করে। ভাবে অন্য কোনো কুকুর ওই এলাকায় ঢুকেছে এবং সেই গাড়ির পিছনে ধাওয়া করে।

এছাড়াও যদি কোনো কুকুরের সঙ্গী বা সন্তান কোনো গাড়িতে আহত হয়, বা গাড়ি চাপায় মারা যায়, তাহলে কুকুর সেই ধরনের বা রংয়ের গাড়ি দেখলেই তেড়ে যায়।

তথ্যসূত্র: নিউজ এইটিন
ইউএইচ/

Exit mobile version