Site icon Jamuna Television

বেনাপোলে জুতার মধ্যে পাওয়া গেলো ৩০ হাজার মার্কিন ডলার!

মার্কিন ডলারসহ আটক তোফাজ্জল হোসেন।

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

বেনাপোলের আমড়াখালি এলাকায় ঢাকা-কোলকাতাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলারসহ তোফাজ্জল হোসেন (৫০) নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনে মোটা অঙ্কের মার্কিন ডলার পাচার হয়ে ঢাকায় যাচ্ছে; এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল তল্লাশি চালিয়ে ওই যাত্রীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে জুতার মধ্য বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা।

এই পরিমাণ মার্কিন ডলার তিনি কলকাতা থেকে অবৈধভাবে বহন করছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটককৃত মার্কিন ডলার ও মোবাইলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

এএআর/

Exit mobile version