Site icon Jamuna Television

মেয়েকে ধর্ষণ, ৯৯৯ এ কল করে আত্মসমর্পণ করলো বাবা!

নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহমান খাঁ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, আসামি ৯৯৯ এ কল করে নিজেই ধর্ষণের কথা পুলিশকে অবহিত করেন। পরে ভুক্তভোগীর নানির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। সে মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মো. মোহাম্মদ মহসীন জানান, ভুক্তভোগীর (১৩) মা সৌদি আরবে থাকেন। ভুক্তভোগী তার বাবা ও ছোট ভাইসহ মিরপুরের পাইকপাড়া এলাকায় থাকেন। গত জানুয়ারির ২৭ ও ২৮ গভীর রাতে আবদুর রহমান দুই বার ধর্ষণ করেন তার মেয়েকে। এরপর ভুক্তভোগী ফরিদপুরে তার নানির কাছে চলে যায়।

ঘটনা জানাজানি হলে আবদুর রহমান খাঁ ৯৯৯ এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে সোমবার (২০ ফেব্রুয়ারি) তাকে মিরপুর থানায় প্রেরণ করা হয়। ভুক্তভোগীর নানির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। এরপর আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এসএইচ

Exit mobile version