Site icon Jamuna Television

একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হুমকির আশঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

ছবি: সংগৃহীত

একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো জঙ্গি হুমকির আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, জঙ্গি পালানোর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সবারই ব্যর্থতা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্যদের সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলেও জানান তিনি।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে টহল টিম, হেলিকপ্টার টহল, ডগ স্কোয়াড ও সুইপিংসহ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক।

ইউএইচ/

Exit mobile version