Site icon Jamuna Television

রাতে ঢাকায় পৌঁছাবেন হাথুরুসিংহে

চান্দিকা হাথুরুসিংহে। ফাইল ছবি।

দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নিতে রাতে ঢাকায় আসছেন চান্দিকা হাথুরুসিংহে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাকে বহনকারী ফ্লাইটটির।

তিন ফরম্যাটে আগামী দু’বছরের জন্য সাকিব-মিরাজ’দের হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে। ঢাকায় পৌঁছে বিসিবি’র সাথে আলোচনায় বসার কথা রয়েছে হাথুরুর। তবে, আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকেই টাইগারদের গুরুর ভূমিকায় তাকে মাঠে দেখা যাবে বলে জানা গেছে।

এর আগে, প্রথম দফায় ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগারদের কোচের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে।

/এসএইচ

Exit mobile version