Site icon Jamuna Television

অবশেষে সশরীরে আদালতে ইমরান খান, অন্তর্বর্তী জামিন মঞ্জুর

অবশেষে আদালতের নির্দেশ মেনে হাজিরা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার (২০ ফেব্রুয়ারি) লাহোর হাইকোর্টে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিনি। তার আবেদনের প্রেক্ষিতে ৩ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতের নির্দেশ মানায় গ্রেফতারের হাত থেকে রেহাই পেয়েছেন ইমরান খান। খবর ডনের।

সোমবার ইমরান খান আদালতে হাজির হলে তার সাথে আদালত প্রাঙ্গনে হাজির হয় তেহরিক-ই ইনসাফের শত শত কর্মী। পিটিআই নেতার গাড়ি ঘিরে শ্লোগান দেয় দলীয় সমর্থকরা।

এর আগে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। গ্রেফতার এড়াতে প্রথমে সন্ত্রাস দমন আদালতে আবেদন জানিয়েছিলেন ইমরান। তবে তা খারিজ হয়ে যায়। পরে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হলে, ইমরানকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারপতি। বেআইনিভাবে তহবিলে অনুদান নেয়া ও সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশনের সামনে সহিংস কর্মসূচির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসজেড/

Exit mobile version