Site icon Jamuna Television

ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, চীন নয়: তীব্র প্রতিক্রিয়া বেইজিংয়ের

ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাতে রাশিয়াকে অস্ত্র-গোলাবারুদ দিতে পারে চীন। যুক্তরাষ্ট্রের এমন দাবির বিষয়ে এবার মুখ খুলেছে বেইজিং। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ দাবির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি বলেন, এই ধরনের অপবাদ মেনে নেবে না চীন। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ওয়াং ওয়েনবিন বলেন, রাশিয়ার সাথে চীনের সম্পর্ক কেমন হবে তা দু’টি সার্বভৌম দেশের নিজস্ব বিষয়। যুক্তরাষ্ট্র এদিকে আঙ্গুল তুললে বা শাসানোর চেষ্টা করলে তা মেনে নেয়া হবে না। যুদ্ধক্ষেত্রে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। চীন নয়।

এর আগে গত শনিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে মুখোমুখি হন যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে রাশিয়াকে অস্ত্র-গোলাবারুদ দিতে পারে চীন। মার্কিন গোয়েন্দাদের কাছে এমন তথ্য আছে বলেও দাবি করেন তিনি। এমন পদক্ষেপের পরিণতি নিয়ে চীনকে সতর্ক করেন তিনি।

এর প্রতিবাদে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, বেইজিংয়ের দিকে অনর্থক আঙ্গুল তোলা বা চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে চাপিয়ে দেয়া মন্তব্য মেনে নেয়া হবে না।

এসজেড/

Exit mobile version