Site icon Jamuna Television

নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা

ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে এরই মধ্যে শেষ হয়ে গেছে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। সেই সাথে শেষ সেমিফাইনালের স্বপ্ন। তাই সান্ত্বনাসূচক ম্যাচে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

কেপটাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে গড়াবে খেলাটি। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এখনই শেষ দেখছেন না টাইগ্রেস অধিনায়ক। শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিয়ে দেশে ফিরতে চান নিগার সুলতানা।

দারুণ কিছু করার প্রত্যাশা নিয়েই সাউথ আফ্রিকায় উড়াল দিয়েছিল সালমা খাতুন-জাহানারা আলমরা। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট;  শ্রীলঙ্কার বিপক্ষে হার মানতে হয় ৭ উইকেটের বড় ব্যবধানে। পরের ম্যাচে অজিদের বিপক্ষে আরও বড় ব্যবধানে (৮ উইকেটে) হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রুমানা-শামীমাদের। দুই ম্যাচেই আগে ব্যাট করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করেছে বাংলাদেশ নারী দল, তাতেও বদলায়নি ফলাফল। শুধু উইকেট ব্যবধানে পরাজয়ের জায়গাতে হারের ব্যবধানটা ৭১ রানের!

নারীদের বিশ্বকাপে বাংলাদেশ আর আয়ারল্যান্ড, এই দুই দল এখন অব্দি জয়ের দেখা পায়নি একটাও। আইরিশদের ম্যাচ শেষ। তবে বাংলাদেশের সামনে সুযোগ আছে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করার। নিজেদের তিন ম্যাচে মাত্র এক জয় স্বাগতিক সাউথ আফ্রিকার। গ্রুপের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে কি নিগার সুলতানার দল?

/আরআইএম

Exit mobile version