Site icon Jamuna Television

পরিচয় মিললো নিহত ২ শিক্ষার্থীর

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত ২ শিক্ষার্থীর পরিচয় প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।

নিহতরা হচ্ছেন দ্বাদশ শ্রণির ছাত্র রেজাউল করিম রাজু। মানবিক বিভাগ থেকে তার রোল নম্বর ১৮৮২। অন্যজন হলেন একাদশ শ্রেণির মানবিক বিভাগের মিম। তার রোল নম্বর ২৮৫৫।

আজ দুপুর ১টায় দুর্ঘটনাস্থলেই নিহত হন এই দুই শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান,আজ দুপুরে ফ্লাইওভার থেকে নামার পর উত্তরাগামী আরেকটি বাসের সাথে প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছিল জাবালে নূর পরিবহনের একটি বাস। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা। বেপরোয়া গতির কারণে সড়কের পাশে দাঁড়ানো শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দেন জাবালে নূরের চালক।

Exit mobile version