Site icon Jamuna Television

গান গাইতে এসে আক্রমণের শিকার সোনু নিগম, গায়ককে বাঁচাতে বন্ধুসহ আহত ২

মঞ্চে গান গাইতে উঠে ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম হামলার শিকার হয়েছেন। হামলায় তিনি সুস্থ থাকলেও তার বন্ধুসহ আহত হয়েছেন ২ জন। এ ঘটনায় থানায় একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন সোনু নিগম। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার (২০ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের চেম্বুরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশকে সোনু জানান, শো শেষ হওয়ার পর, যখন আমার সহকর্মী হরিপ্রকাশ, রব্বানী খান, সায়রা মাকানিসহ আমরা সবাই স্টেজ থেকে নামছি, এমন সময় হঠাৎ পেছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তারপর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে, ছেলেটি হরিপ্রকাশকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই। আমার চুল ধরে টানেন। আমার ম্যানেজার তো মারাই যেতো।

এ হামলার একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, অভিযুক্ত ওই যুবক হলো এক শিবসেনা বিধায়কের ছেলে। তবে হামলার কারণ জানা যায়নি।

এসজেড/

Exit mobile version