Site icon Jamuna Television

মাদ্রিদ ডার্বিতে অনিশ্চিত ডি পল

ছবি: সংগৃহীত

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ শিবির। চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার রদ্রিগো ডি পল। খবর স্প্যানিশ জনপ্রিয় গণমাধ্যম মার্কার।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডি পল। মাদ্রিদ ডার্বিতে আর্জেন্টাইন এই তারকাকে নিয়ে আশাবাদী নয় চিকিৎসকরা। চলতি মৌসুমে তিনি খেলতে পেরেছেন মাত্র ১৬টি ম্যাচ। এর মধ্যেই পড়লেন ইনজুরিতে।

রিয়ালের বিপক্ষে তার খেলা দেখার অপেক্ষায় ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকরা। ডি পল ছাড়াও চোটের কারণে রিয়ালের বিপক্ষে মাঠে নামা অনিশ্চিত ডাচ তারকা স্ট্রাইকার মেমফিস ডিপাইয়ের। স্প্যানিশ লা লিগায় এবার শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এখন তাদের সামনে একটাই লক্ষ্য, কোনোমতে টেবিলের শীর্ষ চার ঠিক রেখে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়া।

/আরআইএম

Exit mobile version