Site icon Jamuna Television

এটা তোমারই প্রাপ্য; বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রসঙ্গে মেসিকে নাদাল

ছবি: সংগৃহীত

লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারে মনোনয়ন পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। তবে এবার পুরস্কারটি জয়ের ব্যাপারে তিনি এগিয়ে রাখছেন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিকে। বলেছেন, এবারের পুরস্কারটি মেসির প্রাপ্য। ইউরোস্পোর্টের খবর।

২০২২ সাল ছিল নাদালের জন্য মনে রাখার মতো একটি বছর। রেকর্ড ২২তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের পথে এই বছরে অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন জয় করেন এই স্প্যানিয়ার্ড। নোভাক জোকোভিচ অবশ্য ২০২৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে বসেছেন নাদালের পাশে। তবে, সোনায় মোড়ানো এমন একটি বছর কাটিয়েও এই টেনিস কিংবদন্তির মনে হচ্ছে, বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারটিতে তার চেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে মেসি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন রিয়াল মাদ্রিদ সমর্থক হিসেবে পরিচিত রাফায়েল নাদাল। লিখেছেন, লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় আবারও মনোনীত হতে পারা সম্মানের বিষয়। কিন্তু, এই বছরে… লিওনেল মেসি, পুরস্কারটি তোমারই প্রাপ্য।

তবে, বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে কেবল মেসি ও নাদালই মনোনীত হননি। তাদের সাথে এই তালিকায় আছে পিএসজির ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে, ফর্মুলা ওয়ানের ম্যাক্স ভার্স্টাপেন, অ্যাথলেটিক্সের মন্ডো ডুপ্লান্টিস, বাস্কেটবল তারকা স্টেফ কারি এবং উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাজ।

আরও পড়ুন: মেসি চলে গেলেও পিএসজি ছাড়বেন না নেইমার!

/এম ই

Exit mobile version