Site icon Jamuna Television

নতুন ভূমিকম্পের পর আরও ৩২টি আফটারশক অনুভূত তুরস্কে

ফের বড় মাত্রার ভূমিকম্প হয়েছে তুরস্কে। সোমবার (২০ ফেব্রুয়ারি) ৬.৪ মাত্রার ভূমিকম্পে আরও বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। জানা গেছে, নতুন করে এ ভূমিকম্পের পর একদিনেই ৩২টি আফটারশক অনুভূত হয়েছে তুরস্কজুড়ে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

গত ৬ ফেব্রুয়ারির ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের দুসপ্তাহের মধ্যে পরিস্থিতি অনেকটাই সামলে উঠেছিল তুরস্ক। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারের অভিযানও বন্ধ করা হচ্ছিল। চলছিল সাফাইয়ের কাজ। এরই মধ্যে সোমবার রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। আর এরপরই ৩২ বার কম্পন অনুভূত হয় দেশটিতে।

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি আফটারশকের বিষয়টি নিশ্চিত করেছে। বলা হচ্ছে, শুধু তুরস্ক নয়, পাশের দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে। আফটারশকগুলো খুব দুর্বল ছিল তা বলা যাবে না। এএফএডি বলছে, এর মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।

কর্তৃপক্ষ বলছে, নতুন করে হওয়া এ ভূমিকম্পে আহত হয়েছে ২১৩ জন। ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নতুন এ ভূমিকম্পেও ধসে পড়েছে একাধিক ঘরবাড়ি। সেখানে আটকে পড়েছেন আরও মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।

এসজেড/

Exit mobile version