Site icon Jamuna Television

ফেনীতে শহীদ মিনারে যাওয়ার পথে বিএনপির ওপর হামলার অভিযোগ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী :

ফেনীর সোনাগাজীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ১০ কর্মী আহত হয়েছেন। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাওয়ার পথে এমন ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পায়ে হেঁটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছিলেন। সোনাগাজী-ফেনী সড়কের মাহবুব চেয়ারম্যানের বাড়ির দরজায় গেলে ছাত্রলীগ নেতা শেখ মিরাজ উদ্দিন, মিঠু ও তানভীরের নেতৃত্বে ৪০/৫০ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় ফুলের তোড়া ভাঙচুর করে।

হামলায় আহতরা হলেন- মাস্টার আহছান উল্যাহ, মো. সুজন, মো.মিস্টার, সাইফুল ইসলাম, মো.রিপন, আবু তৈয়ব, কামরুল ইসলাম, মো. শাকিল, আবুল কাসেম মিয়াজি ও মো. রাকিব উদ্দিন। আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঞ্জুর হোসেন বাবর বলেন, হামলা এড়াতে তার নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার শিকার হন। ফুলের তোড়াটি ভাঙচুর করায় শহীদ বেদীতে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, দু’পক্ষের মধ্যে হাতাহাতির খবর শুনে তাৎক্ষণিক পুলিশ গিয়ে বিষয়টি নিষ্পত্তি করেছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মিরাজ উদ্দিন বলেন, তারা শহীদ বেদীতে ফুল দিয়ে মিছিল নিয়ে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা যাওয়ার সময় পেছন থেকে কটূক্তি করলে কয়েকজন কর্মীর সাথে হাতাহাতি হয়। তিনিসহ উপস্থিত পুলিশ সদস্যরা ঘটনা নিষ্পত্তি করে দেন। হামলার ঘটনা সত্য নয়।

ইউএইচ/

Exit mobile version