Site icon Jamuna Television

ধীরে ধীরে আদালতের সকল রায় বাংলায় দেয়া হবে, আশা পাটমন্ত্রীর

ধীরে ধীরে আদালতের সকল রায় বাংলায় দেয়া হবে বলে আশা করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বলেন, এরইমধ্যে বাংলায় রায় দেয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে পূর্বাচলে জয়বাংলা চত্বরে বর্ণ উৎসব ও প্রভাত ফেরীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

পাটমন্ত্রী বলেন, কেবল এক মাস বা একদিন নয় সারাবছরই বাংলার মর্যাদা সমুন্নত রাখতে হবে। বাংলা ভাষাভাষী মানুষকেই সে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সকালের প্রভাত ফেরীতে অংশ নেন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন ৫২ এর ভাষা শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলপনা ও নানান বর্ণে বর্ণিল করা হয় জয়বাংলা চত্বর। বাংলা বর্ণে সৃজনশীল মনের ভাব প্রকাশ করে ছোট্ট শিশুরা।

ইউএইচ/

Exit mobile version