Site icon Jamuna Television

রাজবাড়ীতে মা-মেয়েকে শ্লীলতাহানির মামলায় কাউন্সিলর গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাহাবুর রহমান পলাশকে (৪৩) নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার ক‌রেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। কাউন্সিলর পলাশ রাজবাড়ী পৌর শহরের ভাজনচালা গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।

মামলার বাদী শহরের বিনোদপুর নিউ কলোনির মৃত ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সামসুন্নাহার অভিযোগ করে বলেন, তার স্বামী ২০২০ সালে মারা যাওয়ার পর তিন কন্যা নিয়ে রাজবাড়ী বিনোদপুর নিউ কলোনি রেলের কোয়ার্টারে বসবাস করে আসছেন। কোনো উপার্জনের উৎস না থাকায় সন্তানদের ভবিষ্যতের জন্য ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি বিনোদপুর নিউ কলোনি মোড় এলাকায় রেলের জায়গা লিজ গ্রহণ করেন। গত সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দি‌কে লিজকৃত জমিতে দোকান ঘর নির্মাণ করার সময় কাউন্সিলর মাহাবুব আলম পলাশ, নতুনপাড়ার মো. বাবুসহ ৪/৫ জন গিয়ে শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট করে কাজ বন্ধ বের করে দেয়। এ সময় তার মেয়ে কাজে বাধা দি‌তে নিষেধ করলে তাকে এলোপাতাড়ি মারপিট করে। এবং টানা হেঁচড়া করে তার মেয়েকে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানি ক‌রে। সে সময় তাদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গেলে তাকেও চুলের মুঠি ধরে এলোপাতাড়ি চর থাপ্পড় মারে এবং পরনের কাপড় টানা হেঁচড়া করে প্রায় বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দি‌য়ে চ‌লে যায়। প‌রে তি‌নি রাতে রাজবাড়ী থানায় মামলা দায়ের ক‌রেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মাহবুবুর রহমান বলেন, রাত ১টার দিকে শহর থেকে মাহাবুর রহমান পলাশকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, একজন ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পৌরসভার কাউন্সিলর মাহাবুর রহমান পলাশকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন অপরাধে ৩টি মামলা দায়ের হয়েছে।

ইউএইচ/

Exit mobile version