Site icon Jamuna Television

সৌদির মরুভূমি ছেয়ে গেছে বেগুনি ফুলে

ছবি: সংগৃহীত

সৌদি-ইরাক সীমান্তের কাছাকাছি রাফা অঞ্চলের মরুভূমিতে সুগন্ধি ‘বুনো ল্যাভেন্ডার’ ফুলে ছেয়ে গেছে। খবর আরটিই‘র।

অন্য বছরের তুলনায় এবারের শীতে বৃষ্টিও বেশি হয়েছে এই অঞ্চলে। এর প্রভাবে সৌদির উত্তরাঞ্চলের বিশাল-বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধি ফুলে।

দিগন্ত বিস্তৃত এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন লোকজন। সুগন্ধি এই ফুলটির সৌদি আরবে ‘বুনো ল্যাভেন্ডার’ নামে পরিচিত।

গত শীতে ব্যাপক বৃষ্টিতে সৌদির পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় ব্যাপক বন্যাও হয়েছে। কিন্তু উত্তরাঞ্চলে এই বৃষ্টি এনে দিয়েছে প্রাণের পরশ।

/এনএএস

Exit mobile version