Site icon Jamuna Television

মালিতে গাড়ি বিস্ফোরণে ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৫

ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর গাড়ি বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ শান্তিরক্ষী। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) টুইটারে দেয়া এক বার্তায় হতাহতের এ তথ্য জানিয়েছে মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন। ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা।

খবরে বলা হয়েছে, ২০১২ সাল থেকে সাহেল অঞ্চলজুড়ে বিদ্রোহীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ওই অঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে বলেও জানা যায়।

পরে ২০১৩ সালে দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয়। এ মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ২৮১ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন; যা দেশটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পরিণত করেছে।

এএআর/

Exit mobile version