Site icon Jamuna Television

যৌন হয়রানির অভিযোগে কারাবাস, জামিন পেলেন না আলভেজ

ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ। ছবি : সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে গত এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। জামিনের জন্য আবেদন করলে তা খারিজ করে দিয়েছেন স্পেনের আদালত। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানানো হয়, বিচারক আলভেজের আবেদনে সাড়া না দিয়ে তাকে কারাবন্দী রাখার সিদ্ধান্ত বলবৎ রাখেন।

গত ১০ জানুয়ারি বার্সেলোনার আদালত এক বিবৃতিতে জানায়, ৩৯ বছর বয়সী আলভেজ ২০২২ সালের ডিসেম্বরে এক নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানি করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সাবেক বার্সেলোনা তারকা অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

স্পেনের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ডিসেম্বরে একটি নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। সম্মতি ছাড়াই আলভেজ তার অন্তর্বাসের নিচের দিকে স্পর্শ করেন। বার্সা ইউনিভার্সাল তাদের টুইটের নিচে আরেকটি মন্তব্য করে। সেখানে বলা হয়, ওই নারী অভিযোগ করেছেন আলভেজ তাকে চড় মারেন এবং নাইট ক্লাবের বাথরুমে নিয়ে ধর্ষণ করেন।

প্রসঙ্গত, অভিযোগের বিষয়ে কথা বলতে ২০ জানুয়ারি বার্সেলোনার একটি পুলিশ স্টেশনে গিয়েছিলেন আলভেজ। সেখান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে স্পেনের আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

এএআর/

Exit mobile version