Site icon Jamuna Television

পাবনায় স্ত্রীর হাতে স্বামী খুন!

পাবনা প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় স্ত্রীর হাতে স্বামী সাব্বির হোসেন (৩০) খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী বেদেনা খাতুন (২৫) কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামে এ ঘটনা ঘটে।

আজ রোববার সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সিহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে স্বামী-স্ত্রী তাদের ঘরে ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘরে সাব্বিরের মরদেহ পাওয়া যায়।

প্রতিবেশীদের ধারণা, রাতে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে মোবাইল ফোনের চার্জার গলায় জড়িয়ে শ্বাসরোধে সাব্বিরকে করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে আটঘরিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনা জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরের স্ত্রী বেদেনা খাতুনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version