Site icon Jamuna Television

‘‌‌‌‌তিন সিটি নির্বাচনে বিশৃঙ্খলার সুযোগ নেই’

পাবনা প্রতিনিধি:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি সিটি নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। যারা বিশৃঙ্খলা হবে বলে প্রচার করছেন তারা মূলত প্রপাগান্ডা চালাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হবে ও মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।

রোববার পাবনার সাঁথিয়ার কাশিনাথপুরে ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাস নির্মূল করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতের চেয়ে বর্তমান সরকারের সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার।

উদ্বোধন অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের এমপি এডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুল হক আরজু, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসন বিপিএম বার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান পিএসসিসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যমুনা অনলাইন: কেআর/টিএফ

Exit mobile version