Site icon Jamuna Television

খাবার মেঝেতে ফেলে দেয়ায় ফ্লোরিডায় রুমমেটকে হত্যা

খাবার মেঝেতে ফেলে দেয়ার জেরে রুমমেটকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত এক অভিবাসী যুবক। অভিযুক্ত ব্যাক্তির নাম ব্রায়ান মার্কেজ (২২)। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতারের পর হত্যার কথা স্বীকার করেছে সে। খবর নিউ ইয়র্ক পোস্টের।

পুলিশের জিজ্ঞাসাবাদে ব্রায়ান জানায়, তার রুমমেট গুয়ানাজুয়াতো খাবার ভর্তি প্লেট মেঝেতে ছুড়ে ফেলে দেয়ায় সে রাগান্বিত হয়। কিন্তু সে তাৎক্ষনিক কিছু না বলে রাতে নেশাগ্রস্ত অবস্থায় রুমমেটকে মারধর করে। শারীরিক নির্যাতনের একপর্যায়ে গুয়ানাজুয়াতো মাটিতে পড়ে গেলে তার মুখে ময়লা আবর্জনা জোর করে ঢুকিয়ে দেয়। এরপর তাকে উঠে দাঁড়াতে বললে, কোনো সাড়া শব্দ না দেয়ায় বুঝতে পারে সে মারা গেছে।

এ ঘটনায় গ্রেফতারের পর বর্তমানে কারাগারে রয়েছে অভিযুক্ত ব্যক্তি। অবৈধ অভিবাসী হওয়ায় ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে রয়েছে সে।

এটিএম/

Exit mobile version