Site icon Jamuna Television

খেরসনে মিসাইল হামলায় ৬ বেসামরিকের মৃত্যু

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে মিসাইল হামলায় কমপক্ষে ৬ বেসামরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রুশ অভিযানে আরও ১২ জন গুরুতর আহত হয়েছে।

হতাহতের এ তথ্য প্রকাশ করে দেশটির সাউদার্ন মিলিটারি কমান্ড। এক বিবৃতিতে জানায়, ভ্লাদিমির পুতিন যখন জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন, সেসময়ই হয় হামলা। ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, তার দেশ সাধারণ ইউক্রেনীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছে না। অথচ খেরসনের হামলায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।

এ ঘটনায় গভীর নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, এক মুহূর্তের জন্য রাশিয়ার বর্বরতা আর আগ্রাসন থেকে রেহাই পাবে না ইউক্রেন। সাম্প্রতিক খেরসন হামলায় সেটাই প্রমাণ দিলেন রুশ প্রেসিডেন্ট। দীর্ঘ ৮ মাস রাশিয়ার দখলে থাকার পর গেলো নভেম্বরেই শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেনীয় সেনাবাহিনী।

এটিএম/

Exit mobile version