চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইনট্রাক ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে নাপোলি। ফ্রাঙ্কফুর্টের মাঠ থেকে জিতে ফেরায় শেষ আটের পথও সহজ হলো তাদের।
স্বাগতিক ফ্রাঙ্কফুর্টের উপর আধিপত্য ছিল নাপোলির। ক্রমাগত আক্রমণে ৩৬ মিনিটে পেনাল্টি পায় ইতালিয়ান ক্লাবটি। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন নাপোলির জর্জিয়ান ফরোয়ার্ড। পেনাল্টি মিসের পর গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি নাপোলির। ৪০ মিনিটে এগিয়ে নেন ভিক্টর ওসিমহেন। ১-০ গোল ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ইতালিয়ানরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে স্বাগতিকদের ওপর চড়াও হয় সফরকারী দলটি। ইতালিয়ান ক্লাবটির দ্বিতীয় গোল আসে ৬৫ মিনিটে, জিওভানি ডি লরেঞ্জোর পা থেকে। পরে লড়াই চলতে থাকলেও গোল পায়নি আর কোনো দলই। স্বস্তির ব্যবধানে জিতে কোয়ার্টারের পথে এগিয়ে যায় নাপোলি।
ইউএইচ/

