Site icon Jamuna Television

রাজধানীতে চলছে প্লাস্টিক মেলা

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আর্ন্তজাতিক প্লাস্টিক ফেয়ার। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়েজিত এই আয়োজনের পর্দা নামবে আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি)।

এই মেলায় বাংলাদেশসহ ২১টি দেশ থেকে ৪৯৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে মেশিনারিজ ও কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

১৯৮৯ সালে প্রথমবারের মতো প্লাষ্টিক মেলার আয়োজন করে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন। এরপর থেকে প্রতিবছর ধারাবাহিকভাবে মেলার আয়োজন করা হয়। তবে কোভিডের কারণে গত তিন বছর এ আয়োজন বন্ধ ছিল।
আয়োজকরা জানিয়েছেন, মেলায় নতুন পণ্য ও প্রযুক্তির সমাবেশ আগের চেয়ে বেশি।

উল্লেখ্য, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য থেকে দেশে রফতানি আয় আসে ১২০ কোটি ডলার। এই খাতে সারাদেশে পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠান রয়েছে। অভ্যন্তরীণভাবে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিপণন হচ্ছে। এ খাত থেকে বছরে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা রাজস্ব পাচ্ছে সরকার।

/এমএন

Exit mobile version