Site icon Jamuna Television

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে বড় হার পাকিস্তানের

সাউথ আফ্রিকায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ছে ইংল্যান্ড। কেপটাউনে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১১৪ রানে পাকিস্তানকে হারিয়েছে হেদার নাইটের দল।

টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন থ্রি-লায়ন্স অধিনায়ক নাইট। শুরু থেকেই মারকাটারি ব্যাট চালান ওপেনার ড্যানি ওয়েইট। ২৯ বলে আসরের দ্বিতীয় দ্রুততম ফিফটি তুলে নেন তিনি। অন্যপ্রান্তে সোফি ডাঙ্কলে ও অ্যালিস ক্যাপসি দ্রুত ফিরে যান। ওয়েইট ও নাতালিয়া সিভার তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৪১ বলে ৭৪ রান তোলেন।

পঞ্চম উইকেট জুটিতে এমি জোন্স ও সিভার ১০০ রান তুলতে কেবল ৪৮ বল খেলেন। জোন্স ৪৭ রানে আউট হলেও সিভার ৪০ বলে ৮১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১৩ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

জবাব দিতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান। তাদের কোনো ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি। সর্বোচ্চ রান লেগ স্পিনার তুবা হাসানের, করেন ২৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে মিডিয়াম পেসার ফাতিমা সানার ব্যাটে। শেষ পর্যন্ত মাত্র ৯৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। তাতে ১১৪ রানের বড় জয় পায় ইংল্যান্ড।

ইউএইচ/

Exit mobile version