Site icon Jamuna Television

সড়কে টম অ্যান্ড জেরি খেলা আর সহ্য করা হবে না: মেয়র আতিক

রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়কে টম অ্যান্ড জেরি খেলা আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সড়কটিতে উচ্ছেদ অভিযান করতে গিয়ে এ কথা জানান তিনি। কিন্তু উচ্ছেদের খবর পেয়ে সকাল থেকেই সড়কটি ফাঁকা করে ফেলেন ট্রাক মালিকরা। এ বিষয়টিকে ইঙ্গিত করেই তিনি টম অ্যান্ড জেরি গেমের প্রসঙ্গ টানেন।

মেয়র আনিসুল হক সড়কে অবৈধ ট্রাক পার্কিং উচ্ছেদে এ সময় ৫ সদস্যের কমিটির ঘোষণা দেন আতিকুল ইসলাম। এতে প্রধান করা হয় স্থানীয় কাউন্সিলরকে।

কাউন্সিলরের ছত্রছায়াতেই সেখানে ট্রাক রেখে চাদাবাজি করা হয়; এমন অভিযোগের প্রেক্ষিতে মেয়র আতিক জানান, প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। সড়কটি উচ্ছেদে সিটি করপোরেশন কঠোর হবে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাক স্ট্যান্ডের জন্য রেলওয়ের থেকে জায়গা বরাদ্দ পাওয়ার বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

/এমএন

Exit mobile version