Site icon Jamuna Television

আরও বেশি আয় করার সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিল টিকটক

আরও বেশি আয় করার সুযোগ করে দিতে নতুন উদ্যোগ নিল টিকটক। তারা নতুন এ প্রোগ্রামের নাম তারা দিয়েছে ‘ক্রিয়েটিভিটি প্রোগ্রাম’। এই প্রোগ্রামের আওতায় বড় ভিডিও বানিয়ে আরও বেশি আয় করতে পারবেন ক্রিয়েটররা। খবর সোশ্যাল মিডিয়া ট্যুডের।

ক্রিয়েটিভিটি প্রোগ্রামের মাধ্যমে আয় করার জন্য ভিডিও নির্মাতাদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। হতে হবে উন্নত রেজল্যুশনে এক মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও। অনুসরণকারীর সংখ্যা এবং ভিডিওর দর্শকসংখ্যাও বিবেচনা করে অর্থ দেবে টিকটক।

টিকটকের মুখপাত্র বলেন, বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে ক্রিয়েটরদের ভিত্তি করে অর্থ দেয়া হবে না। ভিডিওর ভিউয়ের ওপর ভিত্তি করে অর্থ পাবেন নির্মাতারা। ফলে কম বেশি হতে পারে আয়ের পরিমাণ।

এটিএম/

Exit mobile version