Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানার শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো:

ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রেশম কারখানার সামনে তারা এ বিক্ষোভ করেন।

জানা যায়, রাজশাহী রেশম কারখানায় অর্ধশত শ্রমিক দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন। তারা দৈনিক ৩শ’ টাকা বেতন পেলেও গত ছয় মাস ধরে তাদের সেই বেতনও বন্ধ করে দেয়া হয়েছে। এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। অর্থ সংকটে মানবতার জীবনযাপন করছেন বলে জানান বিক্ষোভকারীরা।

তবে রেশন কারখানা কর্তৃপক্ষ বলছে, বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে। আগামী দুই এক মাসের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে।

ইউএইচ/

Exit mobile version