Site icon Jamuna Television

টিম ডিরেক্টর হিসেবে না থাকলেও দলের সহযোগিতা করবো: সুজন

ছবি: সংগৃহীত

কোচ চান্দিকা হাথুরুসিংহের অধীনেই মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে জাতীয় দলের টিম ডিরেক্টর থাকছেন না খালেদ মাহমুদ সুজন। তবে দলের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস জানিয়েছেন তিনি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের জন্য একজন সহকারী কোচ রাখা হবে। তাহলে কি সুজনই সহকারী কোচ হবেন?

জাতীয় দলের সাবেক অধিনায়ক সুজন বলেন, যেহেতু সিরিজটা ঘরের মাটিতে, এখানে সবাই থাকবে। বোর্ডের পক্ষ থেকেও সবাই উপস্থিত থাকবে। তাই আলাদা করে আর টিম ডিরেক্টর পদটার প্রয়োজন আছে বলে মনে করি না। আর সেজন্যই এই সিরিজে আমি এই দায়িত্বে ফিরতে চাই না। তবে দলের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করবো।

আরআইএম/ইউএইচ/

Exit mobile version