Site icon Jamuna Television

বিমানের খাবারে চুল, চটলেন মিমি

ছবি: সংগৃহীত

বিমানসংস্থা এমিরেটসের ফ্লাইটে যাওয়ার সময়ে তাদের সরবরাহ করা খাবারে চুল পেয়েছেন মিমি। বিষয়টি নিয়ে বেশ ক্ষিপ্ত হয়েছেন তিনি। এমনকি এ কারণে বিমান সংস্থাটির ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন এ চিত্রনায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিমান সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ এনে মিমি চক্রবর্তী বলেন, আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গেছেন যে যারা আপনাদের সাথে যাত্রা করছেন তাদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনো ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমের পক্ষ থেকে একটা উত্তর কিংবা ক্ষমা কিছুই আসেনি।

বিমান সংস্থাটির সরবরাহ করা খাবার বহনকারী প্লেটের ছবি দিয়ে তিনি বলেন, এই চুলটা আমার ক্রসাঁ থেকে বেরিয়েছিল, যা আমি খাচ্ছিলাম।

/এনএএস

Exit mobile version