Site icon Jamuna Television

পূর্ব শত্রুতার জেরে ৭৫ শতাংশ জমির কাঁচা গমের শীষ কাটলো দুর্বৃত্তরা

বোয়ালমারী ফরিদপুর:

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের ৭৫ শতাংশ জমির ফলন্ত কাঁচা গমের শীষ কেটে বিনষ্ট করেছে প্রতিপক্ষ। এ বিষয়ে ৩ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) মধ্য রাতে উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃত নগর মাঠে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার অমৃতনগর গ্রামের মৃত নিহাল উদ্দিন মোল্যার ছেলে মো. হাফিজার মোল্যা। তিনি বলেন, জমি মাপা নিয়ে মাসখানেক আগে গ্রামের আয়েবের সাথে একটা গণ্ডগোল হয়। তার সূত্র ধরেই আমার ৭৫ শতাংশ জমির গম সে কেটেছে বলে দাবি করেন তিনি। এছাড়া বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, অনুসন্ধান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version