Site icon Jamuna Television

নিবন্ধনের সময় বৃদ্ধি করে হজ যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

ছবি : সংগৃহীত

নিবন্ধনের সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনায় বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ অফিসে পাসপোর্ট জমা দিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এ নিয়ম অনুসারে এ বছর সকল হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। এ পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় অবস্থিত হজ অফিসে জমা না দিয়ে, নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। উক্ত সময়ের মধ্যে সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য যারা মেসেজ পেয়েছেন তারা সকলেই হজের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

এএআর/

Exit mobile version