Site icon Jamuna Television

রাজশাহী কলেজে দেশের প্রথম শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো:

রাজশাহী কলেজে স্থাপিত শহীদ মিনারকে দেশের প্রথম শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে রিপোর্টার্স ইউনিটি ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন, কলেজের অধ্যক্ষসহ বিশিষ্টজনেরা।

এ সময় বক্তারা বলেন, সারাদেশের মধ্যে রাজশাহী কলেজেই প্রথম এ শহীদ মিনার নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনও প্রথম শহীদ মিনার হিসেবে এর রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। অবিলম্বে কলেজের শহীদ মিনারটিকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে ঘোষণার দাবি তাদের।

/এসএইচ

Exit mobile version