Site icon Jamuna Television

ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হেরে গেলেন শামীমা

শামীমা বেগম। ছবি : সংগৃহীত

ইসলামিক স্টেটে যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় পাড়ি জমানো বাংলাদেশি বংশোদ্ভূত স্কুলছাত্রী শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশন (সিয়াক) তার দাবি নাকচ করে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। খবর দ্য গার্ডিয়ানের।

খবরে বলা হয়েছে, গত নভেম্বর মাসে ৫ দিনব্যাপী তার করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন জানায়, শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল আইনগতভাবে সঠিক ছিল।

প্রসঙ্গত, তৎকালীন স্কুলছাত্রী শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দুই বন্ধুর সাথে পূর্ব লন্ডনের বাড়ি ছেড়ে সিরিয়ায় আইএস দখলকৃত অঞ্চলে পাড়ি জমান। ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারে জন্ম নেয়া শামীমা বেগম।

২৩ বছর বয়সী শামীমা বর্তমানে উত্তরপূর্ব সিরিয়ার আল-রোজ শরণার্থী শিবিরে রয়েছেন। আপিল কমিশনের এ রায়ের ফলে তার যুক্তরাজ্যে ফেরা প্রায় অনিশ্চিত হয়ে পড়ল।

এএআর/

Exit mobile version