Site icon Jamuna Television

গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত সাদিয়া (৮) ঈশ্বরদী উপজেলা সদরের ভেলূপাড়ার জাহিদুল ইসলামের মেয়ে আর তুলি (১১) একই এলাকার মুজিবর রহমানের মেয়ে। সাদিয়া ভেলুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল আর তুলি আলহাজ্ব হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। তারা সম্পর্কে দুইজন মামাতো ফুফাতো বোন ছিল।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে নিহতরা স্কুল থেকে এসে ভেলুপাড়ার আব্দুর রহমানের পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজা খুজির এক পর্যায় তাদের দেহ পুকুরে ভেসে ওঠে। স্থানীয় তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

Exit mobile version