Site icon Jamuna Television

খেলতে গিয়ে গলায় মাছ ঢুকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি:

খেলতে গিয়ে গলায় বাইন মাছ ঢুকে সাতক্ষীরা কলারোয়ায় ১৩ বছর বয়সী গোলাম রসূল নামের বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে৷ বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম রসূল উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।

শিশুটির মা আশুরা বিবি বলেন, আমার ছেলে ও মেয়ে দু’জনই বাক প্রতিবন্ধী। সকাল থেকে ছেলেকে সাথে নিয়ে বিলে মাছ ধরছিলাম। ছেলে বাইন মাছ নিয়ে খেলা করছিল। হঠাৎ ছেলে চিৎকার করে ওঠে। গলার ভিতর বাইন মাছ ঢুকে গেছে অনেক চেষ্টা করেও বের করতে পারিনি।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাই শিশুটি শ্বাসরোধ হয়ে মারা গেছে। তার গলায় কিছু আটকে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।

/এনএএস

Exit mobile version