Site icon Jamuna Television

‘ম্যাচের ভাগ্য নির্ধারণে ভিনিসিয়াস বিশ্বের সেরা খেলোয়াড়’

ছবি: সংগৃহীত

গেলো রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরে আসার জন্য রিয়াল মাদ্রিদের প্রয়োজন ছিল দুর্দান্ত কিছুর। গতিময় ফুটবলে ঠিক তাই উপহার দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়ার। এই ব্রাজিলিয়ান সেনসেশানের নৈপুণ্যে লিভারপুলকে গুঁড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। জয় পেয়েছে ৫-২ গোলের ব্যবধানে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাই ভিনিসিয়াসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেছেন, বর্তমান সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণে ভিনিসিয়াস বিশ্বের সেরা খেলোয়াড়।

চ্যাম্পিয়নস লিগে ৫৬ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সে অ্যানফিল্ডে সফরকারী দলের খেলোয়াড় হিসেবে জোড়া গোল করলেন ২২ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র। গত বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ভিনিসিয়াসের একমাত্র গোলে ট্রফি জিতেছিল রিয়াল মাদ্রিদ।

ছবি: সংগৃহীত

ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, এই মুহূর্তে, আমি মনে করি ম্যাচের ভাগ্য নির্ধারণে ভিনিসিয়াস বিশ্বের সেরা খেলোয়াড়। পুরো ৯০ মিনিটের ম্যাচে সে ডিফেন্ডারের বিপক্ষে ড্রিবল, অ্যাসিস্ট বা গোল করার চেষ্টা করতে থাকে। সে কখনোই থামে না।

আনচেলত্তি আরও বলেন, ম্যাচের প্রথমদিকে প্রচুর ভুল করেছি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এ রকম ভুল মেনে নেয়া যায় না। সৌভাগ্যবশত ছেলেরা মাথা ঠাণ্ডা রেখে খেলেছে। তবে যতবার আমরা লিভারপুলের পাস ভেঙেছি, ততবারই গোলের সুযোগ ছিল। চ্যাম্পিয়নস লিগ কোনো ক্লাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। আর ম্যাচের অনুশীলনেও এটি টের পাওয়া যায়।

/আরআইএম

Exit mobile version