Site icon Jamuna Television

ফ্রান্সে শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

ছবি : সংগৃহীত

ফ্রান্সের সেইন্ট-জ্যাঁ দ্য লুজ শহরের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্কুলের শ্রেণিকক্ষে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। খবর সিএনএন’র।

খবরে বলা হয়েছে, ক্লাসে পাঠদান করছিলেন পঞ্চাশোর্ধ্ব ওই স্প্যানিশ শিক্ষিকা। এসময় অভিযুক্ত শিক্ষার্থী ছুরি নিয়ে প্রবেশ করে তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলে জরুরি বিভাগের কর্মীরা পৌঁছার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী প্যাপ এনদিয়ায়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, হামলাকারী শিক্ষার্থীকে ইতোমধ্যে আটক করা হয়েছে এবং ওই ক্লাসের ৯০ জন ছাত্রকে মনস্তাত্ত্বিক সহায়তা দেয়া হচ্ছে। নিহত শিক্ষিকা স্মরণে বৃহম্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্কুলগুলিতে এক মিনিট নীরবতা পালন করা হবে।

এএআর/

Exit mobile version