Site icon Jamuna Television

পিএসজি ছাড়লে কোথায় হবে মেসির ঠিকানা?

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত যদি পিএসজি ছাড়েন লিওনেল মেসি, তাহলে তার নতুন ক্লাব কোথায় হবে, তা নিয়ে চলছে জল্পনাকল্পনা। এরই মধ্যে ফরাসি গণমাধ্যম লে’কিপ জানিয়েছে, পিএসজি ছাড়তে পারেন মেসি। আর সেক্ষেত্রে, বিশ্বকাপ জয়ী এই ফুটবল তারকার সম্ভাব্য ঠিকানা হিসেবে ৫টি ক্লাবের নাম উল্লেখ করেছে লে’কিপ। সাবেক ক্লাব বার্সেলোনাসহ এই তালিকায় আছে সৌদি ক্লাব আল হিলাল। এছাড়াও দৌড়ে আছে ইন্টার মায়ামি, ম্যানচেস্টার সিটিসহ নিউওয়েলস ওল্ড বয়েজ। তবে পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তি না হলেই কেবল এই ৫ ক্লাবের যেকোনো একটিতে যাবেন এলএমটেন।

বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি ও পিএসজির নতুন চুক্তি সময়ের ব্যাপার মাত্র। অন্তত ক’দিন আগেও এমনটাই মনে হচ্ছিল। কিন্তু এখন ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, বিভিন্ন বিষয়ে বনিবনা না হওয়ায় ক্লাব ছাড়তে যাচ্ছেন এলএম টেন। এর মাঝেই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস বলেছে, মেসিকে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মায়ামি। এমনকি মেজর লিগ সকারের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে হলেও এলএমটেনকে দলে টানার ইচ্ছা প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। মেসিরও পছন্দের জায়গা মায়ামি। পরিবার নিয়ে বেশ কয়েকবার সেখানে গিয়ে ছুটি কাটিয়েছেন বিশ্বসেরা এই ফুটবলার।

ছবি: সংগৃহীত

মেসি স্পষ্টভাবেই বলেছিলেন, বার্সেলোনা ছাড়তে চাননি তিনি। বলেছিলেন, বার্সায় থেকে যেতে সম্ভাব্য সবই করেছেন। অবশ্য তারপরও বার্সেলোনায় থাকতে পারেননি মেসি। ক্লাবটির আর্থিক গোলযোগ যতোই থাকুক, বার্সেলোনাই মেসির ঘর। সেখানেই ফিরে যাওয়ার ইচ্ছে মেসির না থেকে পারেই না! ২০২১ সালে বার্সেলোনা ছাড়লেও সেখানে ফিরে যাওয়ার ব্যাপারে চলছে নানা গুঞ্জন। বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা নানা সময়ে মেসির জন্য ক্লাবের দরজা খোলা থাকার কথা বললেও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেননি। পিএসজির সঙ্গে তার চুক্তি নবায়ন না হলে স্বাভাবিকভাবেই বার্সেলোনার কথা আসবে আলোচনায়।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার পছন্দের খেলোয়াড় মেসি। বিভিন্ন সময় এলএমটেনকে বাধভাঙা প্রশংসায় ভাসিয়েছেন এই স্প্যানিশ কোচ। বার্সা ছাড়ার পর পিএসজির পাশাপাশি মেসির নতুন গন্তব্যের তালিকায় ছিল ম্যানসিটিও। পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না হলে আর্জেন্টাইন তারকাকে দলে টানতে কি পদক্ষেপ নেবেন গার্দিওলা, তাই এখন দেখার বিষয়। তবে, শীঘ্রই ৩৬ বছর হতে যাওয়া মেসিকে যদি দলে টানে ম্যান সিটি, তাহলে নিজেদের ট্রান্সফার কৌশলে পরিবর্তন আনতে হবে গার্দিওলার ক্লাবকে।

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ী তারকাকে দলে ভেড়াতে রেকর্ড ৩০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। যদিও এই প্রস্তাবের সত্যতা পাওয়া যায়নি। তবে সৌদি ক্লাবটি যে মেসিকে নিজেদের ডেরায় নিতে চায় তা এখন সবার জানা। তাদের সামনে এখন এলএমটেনকে পাওয়ার সুবর্ণ সুযোগ।

৫ বছর আগে টিওয়াইসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, নিউওয়েল’স ওল্ড বয়েজের হয়ে খেলার ইচ্ছেটা তার সব সময়ের। শৈশবের ক্লাবে ফেরার স্বপ্ন পূরণ হওয়ার উপযুক্ত সময় এটি। বিশ্বের সম্ভাব্য সকল পুরস্কার জয় করে যেখান থেকে ক্যারিয়ারের শুরু, সেখানেই যদি ইতি টানেন ফুটবলের এই জাদুকর, তাহলেও খুব বেশি অবাক হওয়ার ক্ষেত্র থাকবে না।

আরও পড়ুন: সপ্তাহে ১ কোটি টাকা পাওয়া এমি হচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক!

/এম ই

Exit mobile version