Site icon Jamuna Television

দিল্লির মেয়র হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয়

দিল্লির নবনির্বাচিত মেয়র আম আদমি পার্টির শেলি ওবেরয়। ছবি : সংগৃহীত

দিল্লির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির শেলি ওবেরয়। ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেলি তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রেখা গুপ্তকে হারিয়েছেন ৩৪ ভোটে। এতে শেলি পেয়েছেন ১৫০ ভোট। খবর হিন্দুস্তান টাইমসের।

দিল্লির মেয়র হিসেবে শেলির নাম ঘোষণা করেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। তিনি টুইটারে তিনি লেখেন- দিল্লির জনতার কাছে গুণ্ডাদের পরাজয় হয়েছে। দিল্লি পৌরসভার মানুষ পেলেন আপের মেয়র। এজন্য দিল্লির মানুষ এবং আপ কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি।

জানা গেছে, ২০২২ সালে ডিসেম্বরে দিল্লি পৌরসভার ভোট হয়। এরপর তিনবার মেয়র নির্বাচনের প্রক্রিয়া শুরু হলেও প্রতিবারই তা বন্ধ হয়ে যায়। পরে শেলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এতে আদালত রায় দেন উপ-রাজ্যপাল মনোনীত সদস্যদের মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকার থাকবে না। মেয়র বাছাই হবে কেবলমাত্র পৌর নির্বাচনে জয়ীদের ভোটে। এরপরই ভোট হয় এবং তাতে জয়ী হন শেলি।

নবনির্বাচিত মেয়র শেলি পেশায় অধ্যাপক। রাজনীতিতে যোগ দেন ২০১৩ সালে। বর্তমানে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবেও কর্মরত। এছাড়া তিনি ইন্ডিয়ান কমার্স অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তার লেখালেখিও সমাদৃত হয়েছে পাঠক মহলে। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করার পর ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন শেলি। আম আদমি পার্টির মাধ্যমেই রাজনীতিতে হাতেখড়ি শেলির। বর্তমানে দলটির মহিলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এএআর/

Exit mobile version