পিরোজপুরে অস্ত্র, হাতবোমাসহ ৫ ডাকাত গ্রেফতার

|

পিরোজপুর প্রতিনিধি:

আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র, হাতবোমাসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পিরোজপুরের নেছারাবাদ থানা পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অস্ত্রসহ ডাকাতদের গ্রেফতারের বিষয়টি জানান নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হাসান। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের সুটিয়াকাঠী গ্রামের মৃত মকবুল বালির পুত্র মোঃ শাহিন বালি, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারকেলবাড়ি এলাকার সিদ্দিক শিকদারের পুত্র সবুজ শিকদার, একই এলাকার রাধাগঞ্জ ইউনিয়নের মো. তুহিন শেখের পুত্র ফরিদ ইসলাম, বরিশাল জেলার বিমানবন্দর এলাকার মহিষাদী গ্রামের আলী আজমের পুত্র লিটন হাওলাদার ওরফে বেকা লিটন, নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার পুত্র মো নাদিম।

পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে কাঞ্চন খলিফার পরিত্যক্ত বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, দু’টি লোহার তৈরি শাবল, একটি হেক্সা ব্লেডের বডি, রেঞ্জ, দেশীয় অস্ত্র (দা), অবিস্ফোরিত ৫টি হাত বোমা উদ্ধার করা হয়। সেখান থেকে তাদের গ্রেফতার করে নেছারাবাদ থানায় নিয়ে আসা হয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মো. হাসান জানান, রাতে তাদের গ্রেফতারের পর থানায় নিয়ে আসা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এখন তাদের নামে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply