Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৫

এবিসি নিউজ থেকে সংগৃহীত ছবি।

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ ন্যাশনাল বিল এন্ড হিলারি ক্লিনটন এয়ারপোর্টে এ দুর্ঘটনা ঘটে। খবর এবিসি নিউজের।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, লিটল রক থেকে কলম্বাস বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়া ছোট ওই বিমানটি কিছু দূর গিয়েই একটি কারখানার পাশে বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই। ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস।

এবিসি নিউজ জানিয়েছে মূলত, বিরূপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

/এসএইচ

Exit mobile version