Site icon Jamuna Television

হাথুরুসিংহের সঙ্গে মুমিনুলের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রায় ছয় বছর পর আবারও টাইগার শিবিরে প্রত্যাবর্তন কোচ চান্দিকা হাথুরুসিংহের। মিরপুরের সবুজ গালিচায় আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের দিনে শিষ্যদের দেখেছেন কাছ থেকে। এদিন কথা বলেন টাইগারদের টেস্ট একাদশে এক সময়ের ভরসার প্রতীক এবং বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের সাথে। দীর্ঘ সময় ধরে কথা বলেছেন তারা।

হাথুরুর প্রথম দফার কোচিংয়ের সময় নিজের জাত চিনিয়েছিলেন মুমিনুল। সেই সময় বাংলার ব্র্যাডম্যানের খেতাবও পেয়েছিলেন তিনি। তার অধীনে মুমিনুল হকের টেস্ট গড় ছিল প্রায় ৫০ ছুঁইছুঁই। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই যেন নিজেকে হারিয়ে খুঁজতে ছিলেন মুমিনুল। শেষ পর্যন্ত গুঞ্জন উঠেছিল তাদের মধ্যে সম্পর্কটা খুব একটা সুবিধার ছিল না।

২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে টেস্ট দল থেকে বাদ পড়ে কোচের আস্থা হারিয়েছিলেন মুমিনুল। সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজে মুমিনুল হক ফিরে পেয়েছেন রানের দেখা। এরপর অনেক কিছুই ঘটেছে বাংলাদেশের ক্রিকেটে; রাসেল ডমিঙ্গোর জায়গায় হেড কোচ হিসেবে এসেছেন হাথুরুসিংহে। তবে দ্বিতীয় দফায় হাথুরুর আস্থার প্রতিদান দেয়ার লক্ষ্য থাকবে মুমিনুল হকের।

/আরআইএম/এমএন

Exit mobile version