Site icon Jamuna Television

‘রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে দেয়া হবে না’

সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মুখপাত্র সেহেলী সাবরীন।

রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে দেয়া হবে না। সম্প্রতি রুশ পররাষ্ট্র উপমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের এ অবস্থানের কথা জানান মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

পররাষ্ট্র মুখপাত্র সেহেলী সাবরিন জানান, রাশিয়া আমাদের পরীক্ষিত বন্ধু। জাহাজের মতো একটি বিষয়ে রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। স্যাংকশন, এটা শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও মানছে। জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবে বাংলাদেশ রাশিয়ার পক্ষে বা বিপক্ষে ভোট দেয়ার বিষয়ে সময় অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

/এসএইচ

Exit mobile version