Site icon Jamuna Television

আগামীকাল ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তিনটি করে ওয়ানডে-টোয়েন্টি খেলতে আগামীকাল শুক্রবার (২৪ ফেব্রয়ারি) ঢাকা আসবে বেন স্টোকসের দল। এদিন সকালে দুই ভাগে ভাগ হয়ে আসবে ইংলিশরা।

১ মার্চ মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড সিরিজ। সফরে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংলিশরা। ৩ মার্চ দ্বিতীয় ম্যাচের পর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও এ বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে দুই দলেরই টিকিট নিশ্চিত হয়ে গেছে।

চট্টগ্রামেই ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ঢাকায় ১২ ও ১৪ মার্চ।

২০১৬ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দুই দল। সেবার ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। আর টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক) টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস, মার্ক উড।

/আরআইএম/এমএন

Exit mobile version