Site icon Jamuna Television

আজান শুনে গান থামিয়ে মাথা নোয়ালেন শেহনাজ গিল, ভিডিওসহ

বিগ বস ১৩’তে অংশ গ্রহণ করেছিলেন শেহনাজ গিল। জিততে না পারলেও নিশ্চিতভাবে দর্শকদের মন জিতে নিয়েছেন এই তারকা। সম্প্রতি তিনি আজানের ধ্বনি শুনে মঞ্চে নিজের গান থামিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আজানের সম্মানে মাথাও নোয়াতে দেখা যায় এই গায়িকাকে। খবর ইন্ডিয়া ট্যুডের।

সংবাদ সূত্রের খবর, ‘পাঞ্জাবের ক্যাটরিনা’ খ্যাত এ অভিনেত্রী গান গাচ্ছিলেন একটি মঞ্চে। এমন সময় শোনা যায় আজানের ধ্বনি। নামাজরত মুসলমানদের যেনো কোনো রকম অসুবিধা না হয়, এ জন্য তিনি তাৎক্ষনিক গান থামিয়ে দিয়ে আজানের সম্মানে মাথা নোয়ান। যতক্ষণ আজান চলছিল, তিনি চুপ থাকেন। এ দৃশ্য দেখে শেহনাজের প্রতি ভালোবাসা আরও উথলে উঠেছে অনুরাগীদের। এসময় দর্শক-শ্রোতারা অনেকেই বলতে শুরু করেন, শেহজনাজের কাছ থেকে অনেক কিছু শেখার আছে মানুষের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নায়িকা হিসেবে ইতোমধ্যেই পরিচিত পেয়েছেন এই ‘পাঞ্জাবের ক্যাটরিনা’। চলতি বছরই সালমানের খানের ‘কিসিকা ভাই কিসিকা জান’ ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

এটিএম/

Exit mobile version