Site icon Jamuna Television

জামায়াত বিএনপি ধর্মের নামে মানুষ হত্যা করেছে: রেলমন্ত্রী

পাবনা প্রতিনিধি:

জামায়াত বিএনপি ধর্মের নামে মানুষ হত্যাসহ হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদীতে ফুটওভার ব্রিজ ও আধুনিক পাবলিক টয়লেটের ভিত্তিপ্রস্তর স্থাপনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, জামাত বিএনপি ধর্মের নামে মানুষ হত্যাসহ হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দিয়েছে। ধর্মের আড়ালে এখনও তারা আবার সেই অবস্থান তৈরী করতে চাইছে। তাদের প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে নির্মিত পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের যাতায়াত এবং শহরের পূর্ব ও পশ্চিম এলাকার মানুষদের চলাচলের জন্য শত বছর আগে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। ওই ফুটওভার ব্রিজ চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় ২০২১ সালের জানুয়ারি মাসে পুরাতন ফুটওভার ব্রিজের পাশেই আরেকটি ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়।

Exit mobile version