Site icon Jamuna Television

আবারও পিছিয়ে যাচ্ছে কঙ্গনার ‘ইমার্জেন্সি’! এবার কাকে দুষলেন অভিনেত্রী?

বেজায় চটেছেন ‘বিতর্কিত কুইন’ কঙ্গনা রানাউত। কারণ, আবারও পেছাতে হচ্ছে তার নতুন ছবি মুক্তি। সম্প্রতি তার নতুন ছবি ইমার্জেন্সির শ্যুটিং শেষ করেছেন। কিন্তু মুক্তি নিয়ে শুরু হয়ে ঝামেলা। খবর আনন্দ বাজারের।

চলতি বছরের ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাউত পরিচালিত ও তারই অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’র। এদিকে সেই দিনই মুক্তি পাবে অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, কৃতি শ্যানন অভিনীত ছবি ‘গণপথ’। সারা বছরে এতোদিন থাকতে এইদিনকেই কেন বেছে নেয়া হল, এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এ জন্য চটেছেন খোদ কঙ্গনা। চটবেনই না কেন! এই ছবি বানাতে নিজের সব সম্পদ বন্ধক রাখতে হয়েছে অভিনেত্রীকে।

সম্প্রতি নিজের ক্ষোভ উগড়ে দিয়ে কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আমি যখন ছবি মুক্তির দিন ঠিক করছিলাম, তখন সারা বছরের ডেট বলতে গেলে খালি ছিল।

তার দাবি, পুরো অক্টোবর মাস খালি, এমনকি, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর মাসও ফাঁকা। তাতেও ২০ অক্টোবর তারিখটাই ওঁদের চাই। মনে হচ্ছে বলিউড মাফিয়া গ্যাং দুশ্চিন্তায় পড়ে গিয়েছে!

এটিএম/

Exit mobile version