Site icon Jamuna Television

কানাডার নাগরিকত্ব নিয়ে মুখ খুললেন অক্ষয়, বললেন ভারতই আমার সব

নিজের কানাডার নাগরিকত্ব নিয়ে এবার মুখ খুললেন অক্ষয় কুমার। বললেন, ভারত তার কাছে সবকিছু। নিজের দেশ বলতে ভারতই বোঝেন, আবার ব্যখ্যা করার চেষ্টা করলেন পঞ্চান্ন বছর বয়সি এই নায়ক। খবর আনন্দবাজারের।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে তাকে বলতে শোনা যায়, মানুষ যখন আমার সম্পর্কে না জেনে কথা বলে আমার খুব কষ্ট হয়। ভারত আমার কাছে সব। যা কিছু পেয়েছি এখান থেকেই পেয়েছি। তবে তার পরিচয়পত্র বলে যে তিনি কানাডার নাগরিক।

মানুষ তাকে আড়ালে কানাডা কুমার ও বলে থাকে। সে কথাও জানেন তিনি। তাই বার বার বোঝাতে চান, মনে প্রাণে ভারতীয় তিনি।

তবে কেনো তিনি কানাডার নাগরিক। এ কথা অনেকেরই অজানা। এ প্রসঙ্গে কুমার বলেন, ১৯৯০ সাল নাগাদ আমার একটাও ছবি চলছিল না। কিছু করতে পারছিলাম না ভারতে থেকে। তখন কিছু বন্ধুর কথায় ভাগ্যের সন্ধানে কানাডায় চলে যাব ঠিক করি। তবে এবার তিনি জানালেন, ভারতের নাগরিক হতে চলেছেন।

এটিএম/

Exit mobile version